বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মালঞ্চ এলাকায় শ্যালো ইঞ্জিন চালিত ভটভটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
রানা জেলা যুবলীগের সদস্য ও জামালপুর ক্রিকেট ক্লাবের অধিনায়ক।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম বাংলানিউজকে জানান, বেলা সাড়ে ১১টার দিকে রানা ও চিকু মোটরসাইকেলে করে জামালপুরের দিকে যাচ্ছিলেন। পথে মালঞ্চ এলাকায় একটি ভটভটির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন রানা ও চিকু। এ অবস্থায় তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে রানার মৃত্যু হয়।
এদিকে, যুবলীগের সদস্য ও মেধাবী ক্রিকেটার রানার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৭
বিএসকে/এসআই