ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মেলান্দহে সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৭
মেলান্দহে সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা নিহত

জামালপুর: জামালপুরের মেলান্দহ উপজেলায় সড়ক দুর্ঘটনায় বিধান দে রানা (৩৫) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তার সঙ্গে থাকা রিপন দাশ চিকু নামে এক যুবক। তারা মোটরসাইকেলের আরোহী।

বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মালঞ্চ এলাকায় শ্যালো ইঞ্জিন চালিত ভটভটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

রানা জেলা যুবলীগের সদস্য ও জামালপুর ক্রিকেট ক্লাবের অধিনায়ক।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম বাংলানিউজকে জানান, বেলা সাড়ে ১১টার দিকে রানা ও চিকু মোটরসাইকেলে করে জামালপুরের দিকে যাচ্ছিলেন। পথে মালঞ্চ এলাকায় একটি ভটভটির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন রানা ও চিকু। এ অবস্থায় তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে রানার মৃত্যু হয়।

এদিকে, যুবলীগের সদস্য ও মেধাবী ক্রিকেটার রানার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৭
বিএসকে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।