বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে চতুর্থ ও পঞ্চম তালা পরিদর্শন করেন।
এ সময় ওই তালায় কর্মরত অধিকাংশ কর্মচারীদের কর্মস্থলে পাওয়া যায়নি।
সূত্র জানায়, সম্প্রতি বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতিরোধে দুদক কর্মকর্তারা নড়েচড়ে বসেছেন। অপরদিকে দুদক চেয়ারম্যানও ঘোষণা দিয়েছেন দুর্নীতিবাজদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এরই অংশ হিসেবে নিজস্ব কর্মকর্তাদের কাজের তৎপররা দেখতে তিনি ওই দু’টি ফ্লোর পরিদর্শন করেন।
চেয়ারম্যান ইকবাল মাহমুদ বেশিরভাগ কর্মকর্তাদের না পেয়ে ক্ষোভ প্রকাশ করে বিষয়টি খতিয়ে দেখতে তার সঙ্গে থাকা দুদকের মহাপরিচালক মো. মনির চৌধুরীকে নির্দেশ দেন।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৭
এসজে/এএটি/টিআই