একই সঙ্গে তাদের দু’জনকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় সিলেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতের বিচারক সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেন।
অত্র আদালতের পিপি মাহফুজুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, বিচারে তাদের প্রত্যেককে ৪৬৪ ধারায় ৬ বছর ও ৪৬৮ ধারায় আরও ৬ বছর এবং ৪২০ ও ৪৭১ ধারায় প্রত্যেকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ০৩৫২ ঘন্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৭
এনইউ/এসএইচ