ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রাগীব আলী ও তার ছেলের ১৪ বছর কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৭
রাগীব আলী ও তার ছেলের ১৪ বছর কারাদণ্ড

সিলেট: ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির মামলায় কথিত শিল্পপতি রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাইকে চারটি ধারায় ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে তাদের দু’জনকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় সিলেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতের বিচারক সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেন।

অত্র আদালতের পিপি মাহফুজুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, বিচারে তাদের প্রত্যেককে ৪৬৪ ধারায় ৬ বছর ও ৪৬৮ ধারায় আরও ৬ বছর এবং ৪২০ ও ৪৭১ ধারায় প্রত্যেকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০৩৫২ ঘন্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৭
এনইউ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।