ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

দুই ভ্রাতৃপ্রতীমের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বিশেষ সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৭
দুই ভ্রাতৃপ্রতীমের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে পৌঁছানোর পর মাহমুদ আব্বাসকে ফুলেল অভ্যর্থনা

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে: সহযোগিতামূলক সম্পর্ক জোরদারে দুই ভ্রাতৃপ্রতীম বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আন্তঃসরকার যৌথ কমিটি বিষয়ক এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সফররত ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের উপস্থিতিতে এ স্মারকে সই করেন বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও ফিলিস্তিনের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি।

এর আগে, প্রধানমন্ত্রীর সঙ্গে মাহমুদ আব্বাসের একান্ত ও দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পরই এ সমঝোতা স্মারক হয়।

পরে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে পররাষ্ট্রসচিব শহীদুল হক বলেন, বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যে ‘আন্তঃসরকার যৌথ কমিটি’ বিষয়ক যে সমঝোতা স্মারক সই হয়েছে তার মাধ্যমে দু’পক্ষের পররাষ্ট্র দফতরের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার নতুন সুযোগ তৈরি হলো।

তিনি বলেন, ফিলিস্তিনি প্রেসিডেন্টের এই সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে সম্পর্কের নতুন দ্বার উন্মোচিত হলো।

এর আগে বিকেল ৩টা ২৩ মিনিটে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে তার কার্যালয়ে আসেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট। তাকে টাইগার গেটে ফুলেল অভ্যর্থনা জানান শেখ হাসিনা। এরপর দুই নেতা লালগালিচায় হেঁটে ভেতরে যান।

প্রথমে মাহমুদ আব্বাসের সঙ্গে শেখ হাসিনার একান্ত বৈঠক হয়। এরপর তারা দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। এ বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গওহর রিজভী ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী।

দ্বিপাক্ষিক বৈঠক শেষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করতে ৪টা ২৫ মিনিটে করবী হলে আসেন শেখ হাসিনা ও মাহমুদ আব্বাস। ৪টা ২৬ মিনিটে তাদের উপস্থিতিতে সমঝোতা স্মারকটি সই হয়।

এরপর দুই নেতা বেরিয়ে আসেন। এসময় মাহমুদ আব্বাস প্রধানমন্ত্রীর কার্যালয়ে রাখা পরিদর্শক বইয়ে স্বাক্ষর করেন। এর কিছুক্ষণ পরই প্রধানমন্ত্রীর কার্যালয় ছেড়ে যান ফিলিস্তিনি প্রেসিডেন্ট।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৭/আপডেট ১৭০০ ঘণ্টা
এইচএ/এমএমকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।