আল্লাহর সানিধ্য লভের আশায় সকাল থেকে বিভিন্ন এলাকার মুসল্লিরা এসেছেন ইস্তেমা ময়দানে। মুসল্লিদের নিরাপত্তায় ব্যাপক প্রস্তুতি নিয়েছেন প্রশাসন।
আয়োজকরা জানান, ইতোমধ্যে বিদেশি মেহমাদের জন্য টিন সেড ঘর নিমার্ণ করা হয়েছে। ইস্তেমাকে ঘিরে মাঠের চার দিকের পুকুরে মুসল্লিদের জন্য অজু ও গোসলের ঘাট নির্মাণ করা হয়েছে। বিশুদ্ধ খাবার পানির জন্য অস্থায়ীভাবে ৪০টি পানির ট্যাঙ্ক স্থাপন করা হয়েছে।
এছাড়াও মাইক সার্ভিস, ফ্রি স্বাস্থ্য ক্যাম্প, নামাযের স্থানসহ সব কিছু প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি নিয়োগ করা হয়েছে কয়েক শত স্বেচ্ছাসেবক।
অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান বাংলানিউজকে জানান, ইস্তেমাকে ঘিরে পুরো এলাকায় তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা নেওয়া হয়েছে। এ ছাড়াও রয়েছে সিসি ক্যামেরা।
শনিবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী জেলা ইস্তেমা শেষ হবে।
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৭
এমএস/এজি