ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহ মেডিকেল কলেজে সরস্বতী পূজা উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৭
ময়মনসিংহ মেডিকেল কলেজে সরস্বতী পূজা উদযাপন ময়মনসিংহ মেডিকেল কলেজে সরস্বতী পূজা উদযাপন/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজে উদযাপিত হয়েছে হিন্দু ধর্মাম্বলীদের অন্যতম উৎসব বাণী অর্চনা ও সরস্বতী পূজা।

বুধবার (০১ ফেব্রুয়ারি) রাতে কলেজের শিক্ষার্থীরা পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠার্থী দেবি সরস্বতীর চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করেন। এরপর আলোকসজ্জা, প্রদীপ প্রজ্জ্বলন ও আরতি প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে সংশ্লিষ্ট পূজা কমিটির সভাপতি অনিক ঘোষ ও সাধারণ সম্পাদক চন্দন দাসের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সরস্বতী পূজা হিন্দু বিদ্যা ও সঙ্গীতের দেবি সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠেয় একটি অন্যতম প্রধান হিন্দু উৎসব। ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের সহযোগিতায় এ পূজা উদযাপিত হয়।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৭
এমএএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।