ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে ১ হাজার কেজি জাটকা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৭
নারায়ণগঞ্জে ১ হাজার কেজি জাটকা উদ্ধার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ধলেশ্বরী ও শীতলক্ষ্যায় তিনটি লঞ্চ থেকে ১ হাজার কেজি জাটকা উদ্ধার করেছে কোস্টগার্ড।

 

নারায়ণগঞ্জ পাগলা কোস্টগার্ড স্টেশনের লেফটেন্যান্ট কমান্ডার সায়ীদ এম কাসেদ জানান,‘তাদের একটি টিম ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীর মোহনায় বুধবার রাতে ৩টায় অভিযান চালিয়ে এ জাটকা উদ্ধার করে।
 
সায়ীদ বলেন,‘ গোপন তথ্যের ভিত্তিতে "এম ভি রাসেল-৫”,"এম ভি ফারহান-৩” ও ‘এম ভি কোকো-১” নামের তিনটি যাত্রীবাহী লঞ্চে তল্লাশি চালায়।

তিনটি লঞ্চ থেকে ১হাজার কেজি জাটকা উদ্ধার করা হয়। তবে জাটকাগুলোর মালিকের সন্ধান না পাওয়ায় কাউকে আটক করা যায়নি বলে জানান সায়ীদ।
 
তিনি বলেন,‘উদ্ধারকৃত জাটকাগুলোর বাজারমূল্য আনুমানিক তিন লাখ টাকা। সেগুলো আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা পল্লীউন্নয়ন কর্মকর্তা মো. বেলাল হোসেন এর নিকট হস্তান্তর করা হয়। তিনি জেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় মাছগুলো বিতরণ করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৭
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।