ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় ২ সাঁওতালের জামিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৭
গাইবান্ধায় ২ সাঁওতালের জামিন

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমি থেকে পাইপ তোলাকে কেন্দ্র করে মারধরের মামলায় দুই সাঁওতালের জামিন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এএসএম তাসকিনুল হক তাদের জামিন মঞ্জুর করেন।

জামিন প্রাপ্তরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের জয়পুরপাড়া সাঁওতাল পল্লীর হোপনা মিস্ত্রির ছেলে মিখাই (৪১) ও মাদারপুর সাঁওতাল পল্লীর বান্নার ছেলে কৃষ্ণ (৪১)।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, ১৪ জানুয়ারি ইক্ষু খামারের চিনিকলের নিরাপত্তাকর্মী দবির উদ্দিনকে (৫০) মারধর করা হয়। মিখাই ও কৃষ্ণ এ ঘটনায় দায়ের করা মামলার আসামি। তারা বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন বিচারক।

তিনি আরো জানান, ১৪ জানুয়ারি ইক্ষু খামারের জমিতে সেচ কাজে ব্যবহৃত বর্ডিং (পাইপ) তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন স্থানীয়রা। এসময় খামারের নিরাপত্তাকর্মী দবির উদ্দিন বাধা দিলে তাকে বেদম মারধর করা হয়।

পরে সেই দিনই খামারের ডেপুটি ইনচার্জ আলমগীর হোসেন বাদী হয়ে ১২ জনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এ মামলায় ২৬ জানুয়ারি আরো ১০ সাঁওতাল জামিন পান।


বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।