ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে দু’গ্রুপের সংঘর্ষে ইউপি চেয়ারম্যানসহ আহত ৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৭
রাঙামাটিতে দু’গ্রুপের সংঘর্ষে ইউপি চেয়ারম্যানসহ আহত ৯

রাঙামাটি: পারিবারিক সমস্যার সমাধান করতে গিয়ে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মামুনুর রশীদসহ নয়জন আহত হয়েছেন।  

বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ভূষণছড়া বাজারে চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে এ ঘটনা ঘটে।

আহত মামুনুর রশীদকে চট্টগ্রাম হাসপাতালে পাঠানো এবং বাকীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন দেওয়া হচ্ছে।

বরকল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবীর চাকমা বাংলানিউজকে জানান, সকালে ভূষণছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকের ছেলের সংসারের সমস্যা সমাধানে চেয়ারম্যান মামুনুর রশীদের কার্যালয়ে সালিশ বৈঠক বসে। এসময় একটি বিষয় নিয়ে খালেকের সঙ্গে চেয়ারম্যানের বাক-বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে খালেকের ছেলে লিটন ক্ষিপ্ত হয়ে কাঠ দিয়ে চেয়ারম্যানের মাথায় আঘাত করেন। পরে এ ঘটনায় আওয়ামী লীগ নেতা খালেক ও চেয়ারম্যান মামুনুরের গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে উভয়ই গ্রুপের আট জন আহত হন। আহতদের মধ্যে মামুনুর রশীদকে প্রথমে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম পাঠানো হয়।

বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমিজ আহম্মেদ বাংলানিউজকে জানান, এ ব্যাপারে এখনো কোন পক্ষ মামলা করেনি।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ফিব্রুয়ারি ০২, ২০১৭
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।