ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

দলগুলোর প্রস্তাবিত নামের তালিকা পর্যালোচনায় সার্চ কমিটি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৭
দলগুলোর প্রস্তাবিত নামের তালিকা পর্যালোচনায় সার্চ কমিটি সার্চ কমিটির বৈঠকের ফাইল ফটো

ঢাকা: নতুন নির্বাচন (ইসি) গঠনের লক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার পদে রাজনৈতিক দলগুলো নামের তালিকা দিয়ে যে প্রস্তাব করেছে তা পর্যালোচনা করছে সার্চ কমিটি।

দলগুলোর পক্ষ থেকে যে নামগুলো এসেছে তার মধ্য থেকে ২০ জনের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হয়েছে। এই তালিকাভুক্ত ব্যক্তিদের সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ ও পর্যালোচনা করছে সার্চ কমিটি।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সার্চ কমিটির তৃতীয় সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবদুল ওয়াদুদ প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রায় দুই ঘণ্টা ধরে কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।

আব্দুল ওয়াদুদ বলেন, রাষ্ট্রপতির কাছে প্রস্তাবের জন্য এখনও নাম চূড়ান্ত করা হয়নি। সভায় সংক্ষিপ্ত তালিকাভুক্ত ব্যক্তিদের সম্পর্কে সংগৃহীত তথ্য পর্যালোচনা করা হয়। পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিদের দেওয়া মতামতও পর্যালোচনা করা হয়। নামের তালিকা চূড়ান্ত করতে আরও একটু সময় দরকার।  

আগামী ৮ ফেব্রুয়ারির মধ্যে নামের তালিকা চূড়ান্ত করে রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করা হবে বলেও জানান তিনি। ওয়াদুদ উল্লেখ করেন, আগামী ৬ ফেব্রুয়ারি সার্চ কমিটির পরবর্তী সভা অনুষ্ঠিত হবে।  

সাংবাদিকের বিভিন্ন প্রশ্নের উত্তরে অতিরিক্ত সচিব বলেন, যাদের নাম সংক্ষিপ্ত তালিকায় রয়েছে তাদের সততা, দক্ষতা, নিরপেক্ষতা, দল নিরপেক্ষতা, কর্মক্ষমতা এসব বিষয়ে পর্যালোচনা করা হচ্ছে। এদের সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করা হতে পারে।  

ওয়াদুদ জানান, বিভিন্নভাবে কমিটি তাদের তথ্য সংগ্রহ করছে। যে সংক্ষিপ্ত তালিকা হয়েছে এই তালিকার বাইরে থেকেও চূড়ান্ত তালিকায় নাম আসতে পারে যদি কমিটি মনে করে। তবে বিষয়টি এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাবে না।  

সংবিধানে যেভাবে বলা আছে এবং বিশিষ্ট ব্যক্তিদের মতামতের ভিত্তিতে সর্বোত্তম ব্যক্তিদের নিয়েই চূড়ান্ত তালিকা করা হবে বলে জানান তিনি।  

অতিরিক্ত সচিব বলেন, চূড়ান্ত নামের তালিকা যেটা রাষ্ট্রপতির কাছে জমা দেওয়া হবে, কমিটি যদি সিদ্ধান্ত নেয় তাহলে সেই তালিকা প্রকাশ করা হতে পারে। তবে এ ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

এছাড়া সার্চ কমিটিকে বিশিষ্ট ব্যক্তিদের দেওয়া মতামতও পর্যালোচনা করা হয়েছে সভায়। এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে আব্দুল ওয়াদুদ বলেন, কমিটি যাদি মনে করে, তাহলে বিশিষ্ট ব্যক্তিদের মতামত প্রকাশ করা হবে। এ ব্যাপারে কমিটির সিদ্ধান্ত নিলে মতামতগুলো ওয়েবসাইটে দেওয়া হবে।        

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৭
এসকে/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।