এ ঘটনায় অভিযুক্ত শাশুড়িকে আটক করেছে পুলিশ। তবে দেবর ও ননদ পালিয়ে গেছেন।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বগারপাড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রোজিনা টাঙ্গাইলের গোপালপুর উপজেলার রায়ের মাকুল্লা গ্রামের মৃত আব্দুর রহিম খানের মেয়ে।
রোজিনার পারিবারিক সূত্রে জানা যায়, ছয় বছর আগে বগারপাড় গ্রামের শাহ আলম সরকারের সঙ্গে রোজিনার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে যৌতুকের দাবিতে তার শ্বশুরবাড়ির লোকজন প্রায়ই তাকে নির্যাতন করতো। এর জের ধরে বৃহস্পতিবার সকালে তার শাশুড়ি ও ননদ তাকে হত্যা করে।
তাদের দাবি, এ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য মরদেহ ঘরের আঁড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে তারা।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান বাংলানিউজকে জানান, সকালে স্থানীয়রা ঘরের আঁড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো রোজিনার মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় শাশুড়িকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মারধরের বিষয়টি স্বীকার করেছেন।
বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৭
আরবি/আরএ