ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

দেশে জিকা নেই, তবে ঝুঁকি আছে, সংসদকে স্বাস্থ্যমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৭
দেশে জিকা নেই, তবে ঝুঁকি আছে, সংসদকে স্বাস্থ্যমন্ত্রী

সংসদ ভবন থেকে: এশিয়ার সবকটি দেশই বর্তমানে জিকা ভাইরাসের ঝুঁকিতে রয়েছে। তবে বাংলাদেশে এখন পর্যন্ত জিকা ভাইরাসে আক্রান্ত কোন রোগীর সন্ধান পাওয়া যায়নি। এ কথা বলেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) বিকেলে দশম জাতীয় সংসদের ১৪দম অধিবেশনে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বেগম লুৎফা তাহেরের টেবিলে উত্থাপিত জবাবে সংসদকে এতথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি আরও জানান, বিশ্বে এ পর্যন্ত মোট ৮৮টি দেশে জিকা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে যার মধ্যে এশিয়ার বেশ কয়েকটি দেশ রয়েছে।

  সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়ায় মতো দেশে জিকা ভাইরাসে আক্রান্ত রয়েছে বলে উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী।

মোহাম্মদ নাসিম বলেন, বর্তমানে এশিয়ার সবকটি দেশই জিকা ভাইরাসের ঝুঁকিতে রয়েছে। তবে বাংলাদেশে জিকা ভাইরাসে আক্রান্ত কোনও রোগীর সন্ধান পাওয়া যায়নি।

তবে বসে নেই সরকার। রোগটি নিয়ন্ত্রণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, দেশে কোন অবস্থাতেই যাতে জিকা ভাইরাস আক্রান্ত ব্যক্তি ঢুকতে না পারে সে লক্ষ্যে স্থল, নৌ ও বিমান বন্দরে নজরদারি জোরদার করা হয়েছে। জিকা ভাইরাস আক্রান্ত কেউ এলে তা সনাক্ত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।
 
সরকার দলীয় সংসদ সদস্য এম আবদুল লতিফের অপর এক প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে গত এক বছরে (১ নভেম্বর ২০১৫ হতে ৩১ অক্টোবর ২০১৬ পর্যন্ত) সরকারি ও বেসরকারি ১২৮টি টেস্টিং সেন্টারের মাধ্যমে চূড়ান্তভাবে নতুন ৫৭৮ জন এইডস রোগী সনাক্ত বা সন্ধান হয়েছে।
 
বর্তমানে জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোল প্রোগ্রাম (এনএএসপি), স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সাধারণ জনগোষ্ঠী ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সচেতনতা বাড়াতে বিভিন্ন কার্যক্রম নেওয়া  হয়েছে বলেও জানান মন্ত্রী।
 
তিনি জানান, দেশের ১২টি হাসপাতালে এইচআইভি সনাক্তকরণ ও চিকিৎসা সেবা কার্যক্রম চলছে যার ৪টি হাসপাতাল থেকে এইডস আক্রান্ত রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হচ্ছে।

রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালের ২৪ শয্যাবিশিষ্ট পৃথক ওয়ার্ডে এইচআইভি রোগীদের উন্নত চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

ভবিষ্যতে এইচআইভি এইডস প্রতিরোধে সঠিক পরিকল্পনা নিতে দেশব্যাপী সেরো-সার্ভিলেন্স ও বিহেভিয়ারাল-সার্ভিলেন্স এবং বিভিন্ন ধরনের গবেষণা কার্যক্রম চলমান আছে বলেও উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী।
 
নুরুন্নবী চৌধুরী এমপি’র অপর প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে স্বাস্থ্যসেবা গতিশীল করতে এই সরকারের আমলে মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে মোট ৪২হাজার ২৩৬ জনকে নিয়োগ দেয়া হয়েছে। তবে এখনো দেশের  উপজেলা হাসপাতালগুলোতে ১৮ হাজার ৬৭৫টি শূন্য রয়েছে।
 
** প্রতিবছর তামাক ব্যবহারে ৬০ লাখ মানুষের মৃত্যু

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৭
এসএম/এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।