ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বকশীগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৭
বকশীগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জ উপজেলা সদরের দড়িপাড়ায় বিয়ের দাবিতে ২২ দিন ধরে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক কলেজ ছাত্রী।

এ ঘটনার পর থেকে নিজ বাড়ি ছেড়ে পালিয়েছেন প্রেমিক কালাম (২৪)।  এদিকে, বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দিয়েছেন ওই ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজের ওই ছাত্রীর সঙ্গে বকশীগঞ্জের দড়িপাড়া গ্রামের মধু মিয়ার ছেলে কালামের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে কালাম বিয়ের প্রলোভন দিয়ে তার সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন। কিছুদিন পর মেয়েটি বিয়ের জন্য চাপ দিলে  কালাম তাতে অসম্মতি জানান।

এতে ওই ছাত্রী নিরুপায় হয়ে ১২ জানুয়ারি প্রেমিক কালামের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। এ ঘটনার পর থেকে প্রেমিক কালাম পলাতক রয়েছেন।

বিয়ের দাবিতে অনশনকারী ছাত্রী জানায়, কালাম বিয়ে না করলে আমি আত্মহত্যা করবো। এদিকে প্রেমিকের বাড়ি থেকে তাড়িয়ে দিতে কালামের আত্মীয়-স্বজনরা তাকে নির্যাতন করছে বলেও জানিয়েছেন ওই ছাত্রী।

অপরদিকে, কালামের বাবা মধু মিয়া বলেন, ছেলে বাড়িতে না থাকায় কিছু করতে পারছিনা।  

বকশীগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান ফখরুজ্জামান মতিন বলেন, উভয়পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৭

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।