বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) শুরু হওয়া এ শো চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রদর্শনী উপলক্ষে গাড়ি প্রতি ২ থেকে ৩ লাখ টাকা ছাড় দিয়ে বুকিং ও বিক্রি চলছে।
বাংলাদেশের বাজারে ভারতের যেসব কোম্পানির গাড়ি চলে এখানে সেসব কোম্পানির গাড়ির সবশেষ মডেল নিয়ে আসা হয়েছে।
মেলায় প্রদর্শন হচ্ছে অশোক লেল্যান্ড, বাজাজ অটো, আইছার ট্রাক ও বাস, হিরো মটোক্রপ, হোন্ডা মোটরসাইকেল, মাহিন্দ্র ও মাহিন্দ্রা, মারুতি-সুজুকি, রানার অটোমোবাইলস, এসএমএল ইসুজু, টাটা মোটরস, টিভিএস মোটরস, ইয়ামাহা এবং এসিআই মোটরস। সেইসঙ্গে রয়েছে তাদের বাংলাদেশি ডিলার বাংলাদেশ হোন্ডা, ইফাদ অটোস, কর্ণফুলী, নিলয় মোটরস, নিটল মোটরস, র্যাংকন মোটরস, র্যাংস মোটরস, রানার মোটরস, টিভিএস অটো বাংলাদেশ, উত্তরা মোটরস ।
নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই প্রেসিডেন্ট আবদুল মাতলুব আহমাদ বাংলানিউজকে জানান, ইন্দো-বাংলা অটোমোটিভ শো আমাদের চোখ খুলে দিয়েছে। ভারতের ক্যাপাসিটি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমাদের লক্ষ্য বাংলাদেশেই গাড়ি তৈরি করা। এখন যে গাড়িগুলো ভারত থেকে এনেছি এগুলো যদি বাংলাদেশে তৈরি করতে পারি, তাহলে এই শিল্পে একটা বিপ্লব আমরা নিয়ে আসতে পারবো।
মাতলুব আহমাদ বলেন, শুধু একটু পলিসি দরকার। তাহলে দুই বছরে মেইড ইন বাংলাদেশ লেখা গাড়িতে চড়তে পারবো।
বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৭
এসএ/আরআর/এইচএ