বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার গোলাকান্দাইল চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন- ট্রাফিক পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ওয়াসিম, ব্যাটারি চালিত অটোরিকশা চালক হিরো, মালিক বিপ্লব ও রেকার চালক সেকান্দার।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোলাকান্দাইল চৌরাস্তা এলাকায় রেকার চালক সেকান্দার ব্যাটারি চালিত একটি অটোরিকশা আটক করেন। এসময় তিনি ওই অটোরিকশা চালক হিরোর কাছে দুই হাজার টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত এক হাজার টাকা দিতে স্বীকার করেন হিরো। কিন্তু দাবিকৃত দুই হাজার টাকাই দিতে হবে বলে সাফ জানান রেকার চালক সেকান্দার। এ নিয়ে সেকান্দারের সঙ্গে চালক হিরো ও মালিক বিপ্লবের বাকবিতণ্ডা হয়।
একপর্যায়ে সেকান্দার ও ট্রাফিক পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ওয়াসিম হিরো ও বিপ্লবকে পিটিয়ে গুরুতর আহত করেন। আহতদের উদ্ধার করতে গেলে স্থানীয় পরিবহন শ্রমিকদের ওপর চড়াও হয় পুলিশ।
এতে পরিবহন শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ওয়াসিম ও রেকার চালক সেকান্দারকে পিটিয়ে আহত করেন। পরে তাদের দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বাংলানিউজকে জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশকে মারধর করার অভিযোগে অটোরিকশা মালিক বিপ্লবকে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৭
আরবি/আরএ