দশম জাতীয় সংসদের ১৪তম অধিবেশনে বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সংসদ সদস্য এম আবদুল লতিফের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।
সংসদে স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী, দেশের সব বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোতে মানসম্মত পরীক্ষা-নিরীক্ষা এবং সেবার মান নিশ্চিতকরণের লক্ষ্যে স্বাস্থ্য, পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতর, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) সিভিল সার্জনগণের অধীনে পরিদর্শন টিম বিদ্যমান।
দ্য মেডিকেল প্রাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরি রেগুলেশন (অর্ডিন্যান্স) অধ্যাদেশটি হালনাগাদ ও যুগোপযোগী করার লক্ষ্যে ‘চিকিৎসা সেবা আইন-২০১৬’র খসড়া প্রণয়ন করা হয়েছে। খসড়া ওপর সব স্টেকহোল্ডারদের মতামত গ্রহণের জন্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৭
এসএম/আইএ