ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকলে মামলা ঠুকবে ফায়ার সার্ভিস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৭
অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকলে মামলা ঠুকবে ফায়ার সার্ভিস

ঢাকা: ৩০ দিনের ভিতরে ঢাকা শহরের সব হাইর‍াইজ বিল্ডিং ও মার্কেটে অগ্নি নির্বাপন ব্যবস্থা নিশ্চিত করতে না পারলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মামলা করা হবে বলে জানিয়েছেন ঢাকা বিভাগের উপ-পরিচালক সমরেন্দ্র নাথ বিশ্বাস।  

বৃহস্পতিবার (২ ফেব্রুয়‍ারি) রাতে গুলিস্তানে জাকির সুপার মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে আনার পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

সমরেন্দ্র নাথ বলেন, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ঢাকা শহরের সকল হাইরাইজ বিল্ডিং ও মার্কেটগুলোকে নোটিশ পাঠানো হবে।

নোটিশে তাদের ৩০ দিনের মধ্যে বিল্ডিং ও মার্কেটে অগ্নি নির্বাপন ব্যবস্থা নিশ্চিত করার আদেশ দেয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে তারা ব্যবস্থা না নিলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মামলা করা হবে।

তিনি বলেন, প্রতিটা এলাকায় ফায়ার সার্ভিস স্টেশন আছে। আগুন লাগলে দ্রুত ফায়ার সার্ভিস সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মানে এই না যে, ভবন মালিক পক্ষ পর্যাপ্ত আগ্নিনির্বাপন ব্যবস্থা রাখবেন না। আমরা এ বিষয়ে এখন কঠোর হচ্ছি।

বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
ওএফ/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।