ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় ৫০ মণ জাটকা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৭
ভোলায় ৫০ মণ জাটকা জব্দ

ভোলা: ভোলা সদরের তেতুলিয়া নদীর ভেদুরিয়া এলাকা থেকে ৫০ মণ জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ভোলা-ঢাকা রুটের যাত্রীবাহী লঞ্চ ক্রিস্টাল ক্রুজ থেকে এসব ঝাটকা জব্দ কর‍া হয়। জব্দ হওয়া ঝাটকার মূল্য প্রায় সাত লাখ টাকা হবে বলে জানা যায়।

কোস্টগার্ড থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড গোয়েন্দা কর্মকর্তা রোদোয়ান হোসেনের নেতৃত্বে কোস্টগার্ডের টিম মেঘনায় অভিযান চালায়। এ সময় ভোলা থেকে ঢাকাগামী লঞ্চে তল্লাশি চালিয়ে ৫৯ মন ঝাটকা জব্দ করা হয়।

এ বিষয়ে শুক্রবার (৩ জানুয়ারি) প্রেস কনফারেন্সের পর এতিম খানাসহ বিভিন্ন অসহায় ও দরিদ্রদের মাঝে এ মাছ বিতরণ করা হবে।

নভেম্বর থেকে জুন পর্যন্ত জাটকা শিকার, পরিবহন, বিক্রি, মজুদ ও বাজারজাতকরণ নিষিদ্ধ করেছে মৎস্য বিভাগ।

ইলিশ সংরক্ষণের লক্ষে মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ০৪১০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭
জিপি/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।