বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আব্দুল খালেক ঢাকার আশুলিয়া থানার শ্রীপুর উত্তরপাড়া এলাকার জুলহাস ওরফে জুলু কসাইয়ের ছেলে।
জয়দেবপুর থানাধীন চক্রবর্তী পুলিশ ক্যাম্প ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. হারুন অর রশিদ বাংলানিউজ বলেন, চক্রবর্তী সানসিটি এলাকায় একটি টিনের ঘরে দগ্ধ অবস্থায় আব্দুল খালেকের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আব্দুল খালেককে শ্বাসরোধ করে হত্যার পর শরীরে কেরোসিন ঢেলে পুড়িয়ে দেয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ০২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৭
আরএস/জিপি