জামালপুর: জামালপুরের ইসলামপুর উপজেলায় গলায় চাদর পেঁচিয়ে খোরশেদ আলম (৩০) নামে এক অটোচালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইসলামপুর থানা মোড়ে প্রতিভা কিন্ডার গার্টেনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জামালপুরের মেলান্দহ উপজেলার কুলিয়া গ্রামের অটোচালক খোরশেদ আলম ভাড়ায় চালিত অটোরিকশা নিয়ে ইসলামপুর থানার মোড় থেকে দুরমুটের উদ্দেশে রওনা হন।
থানা মোড় থেকে প্রতিভা কিন্ডার গার্টেনের সামনে উপজেলা পরিষদের গেটে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারালে নিজের গায়ের চাদর চাকার সঙ্গে পেঁচিয়ে গলায় ফাঁসি লেগে যায়। এ সময় অটোরিকশায় থাকা যাত্রীরা নেমে অটোরিকশাটি নিয়ন্ত্রণে আনেন। পরে অটোচালকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মর্তার (ওসি) দ্বীন-ই আলম বাংলানিউজকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ০৪১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩ ২০১৭
জিপি/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।