শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) সকাল থেকে ভোলা অংশের ইলিশা ঘাটে অর্ধশতাধিক এবং লক্ষ্মীপুর অংশের মজুচৌধুরীরহাটে আরও ৮০টি পণ্যবাহী বিভিন্ন যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।
ফেরির ইনচার্জ আবু আলম বাংলানিউজকে জানান, ভোলা-লক্ষ্মীপুর রুটে কৃষাণী, কনকচাঁপা ও করোবী নামে তিনটি ফেরি চলাচল করে।
এদিকে, নদীর নাব্যতা সংকটের কারণে ভোলা-লক্ষ্মীপুর রুটের রহমতখালী পয়েন্টে স্বাভাবিক গতিতে চলতে পারছে না ফেরি। কখনো জোয়ারের ওপর নির্ভর করে ফেরি চলাচল করছে। এ সমস্যার কারণে ফেরিগুলো সারাদিনে চার ট্রিপের বেশি দিতে পারছে না। যে কারণে ঘাটে যানবাহনের লাইন বাড়ছে।
এতে ভোগান্তি পোহাচ্ছেন হাজার হাজার যাত্রী, পরিবহন শ্রমিক, মালিক ও চালকরা।
বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৭
এনটি/জেডএস