শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নামপরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, আলুটিলার ধাতুচৈত্য বৌদ্ধ বিহারে জেলা সদরের জনবল বৌদ্ধ বিহার অধ্যক্ষ চন্দ্রমনি মহাস্থবিরের দাহক্রিয়া হওয়ার কথা ছিল।
এ উপলক্ষে পূণ্যানুষ্ঠানে হাজারো বৌদ্ধ ধর্মপ্রিয় নারী-পুরুষ হাজির হয়েছিলেন। এজন্য আলুটিলা পর্যটন এলাকায় প্রধান সড়কেও লোকারণ্য ছিল। সকাল ১১টার দিকে চট্টগ্রাম থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশে দাঁড়িয়ে থাকা লোকজনের ওপর উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়রা মরদেহ ও আহতদের উদ্বার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠায়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মুহাম্মদ আব্দুল হানান বলেন, দুর্ঘটনার পর ট্রাকচালক পলাশকে আটক করা হয়েছে। সে মূলত গাড়ির হেলপার।
বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৭
এনটি/জেডএস/এসএইচ