ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৭
টাঙ্গাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

টাঙ্গাইল: টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুর এলাকায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে বাসের এক নারী যাত্রীসহ তিনজন নিহত হয়েছেন। তবে তাদের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র সহকারী স্টেশন অফিসার মফিদুল ইসলাম বাংলানিউজকে জানান, রাতে ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী একতা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী আলু ভর্তি একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক ও বাসের চালক এবং এক নারী মারা যান। এ ঘটনায় আহত হয় আরো কমপক্ষে ২৫ জন। স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৭, আপডেট: ২১৩৯/০৬০৪ ঘণ্টা, ০৪ ফেব্রুয়ারি
আরবি/এসএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।