শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে নাটোর পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর কার্যালয়ের ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার এসএম নাসির উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী বলেন, সরকার দেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে।
তিনি বলেন, বিদ্যুতের খুঁটি ও সংযোগ দেওয়ার নামে এক শ্রেণির অসাধু ব্যক্তিরা সাধারণ গ্রাহকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। কিন্তু সময়মতো তারা বিদ্যুৎ সংযোগ পাচ্ছে না। এসব প্রতরণা ঠেকাতে পল্লীবিদ্যুৎ সমিতিকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুতের খুঁটি ও সংযোগ দেওয়ার নামে আবারও কেউ সুযোগ নেওয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর সঙ্গে বিদ্যুৎ বিভাগের লোকজন জড়িত থাকলে তাকেও রেহাই দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেন তিনি।
সভায় এসময় আরও বক্তব্য রাখেন, সিংড়া পৌর সভার মেয়র জান্নাতুল ফেরদৌস, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী প্রকৌশলী খন্দকার রফিকুল আলম, নাটোর পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর এজিএম (অর্থ) তোজাম্মেল হোসেন, এজিম (প্রশাসন) মকলেসুজ্জামান, এজিএম (সদস্য সেবা) নুরে আলম, ডিজিএম (কারিগরি) সাদেকুর রহমান, রিটেইনার প্রকৌশলী পুলিন বিহারী পাল, সিংড়ার ডিজিএম জাকির হোসেন ও এজিএম মিজানুর রহমান প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৭
আরবি/এসএইচ