কারণ সরকার প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে বই দিচ্ছে। এছাড়া ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলমুখী হওয়ার জন্য প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত লেখা-পড়া সম্পূর্ণ ফ্রি করে দিয়েছে।
শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দিনাজপুর শহরের কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল উদ্বোধনে ছাত্র-ছাত্রীদের মধ্যে টিফিন বক্স বিতরণ ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান সরকার দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সরকার দেশের সব স্তরের মানুষের খাদ্য-শিক্ষাসহ সকল মৌলিক চাহিদা নিশ্চিত করেছে।
এসএমসি কমিটির সভাপতি মো. মনিরুজ্জামান পাভেলের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুর রহমান ও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ক.খ. মো. আলাওল হাদী প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৭
এজি/আরআই