ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত পড়তে খরচ লাগে না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৭
প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত পড়তে খরচ লাগে না প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত পড়তে খরচ লাগে না

দিনাজপুর: জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, বর্তমান সরকারের আমলে প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করতে খরচ লাগে না।

কারণ সরকার প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে বই দিচ্ছে। এছাড়া ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলমুখী হওয়ার জন্য প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত লেখা-পড়া সম্পূর্ণ ফ্রি করে দিয়েছে।

শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দিনাজপুর শহরের কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল উদ্বোধনে ছাত্র-ছাত্রীদের মধ্যে টিফিন বক্স বিতরণ ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকার দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সরকার দেশের সব স্তরের মানুষের খাদ্য-শিক্ষাসহ সকল মৌলিক চাহিদা নিশ্চিত করেছে।

এসএমসি কমিটির সভাপতি মো. মনিরুজ্জামান পাভেলের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুর রহমান ও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ক.খ. মো. আলাওল হাদী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৭
এজি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।