ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বইমেলায় প্রতিবন্ধীদের জন্য হুইলচেয়ার সুবিধা! 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৭
বইমেলায় প্রতিবন্ধীদের জন্য হুইলচেয়ার সুবিধা!  বইমেলায় প্রতিবন্ধীদের জন্য হুইলচেয়ার সুবিধা-ছবি-ইকরাম-উদ-দৌলা

ঢাকা: চলছে অমর একুশে গ্রন্থমেলা। কোনো বাধাই বইয়ের নেশাকে হার মানাতে পারে না। তাই তো শিশু থেকে শুরু করে সব বয়সী ও পেশার মানুষই আসেন গ্রন্থমেলায়। কিন্তু শারীরিক প্রতিবন্ধীরা? যারা-হাঁটতে-চলতে পারেন না, তারা? তাদের তো প্রকৃতিই কিছু প্রতিবন্ধকতা তৈরি করে দিয়েছে। এই ভাবনা থেকেই ওই প্রতিবন্ধিকতাকে দূর করতে এগিয়ে এসেছেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া বেশ কিছু তরুণ।

হাঁটতে পারেন না-এমন ব্যক্তিরা মেলার গেট পর্যন্ত কোনোভাবে পৌঁছ‍াতে পারলেই আর চিন্তা নেই। SWITCH নামে এক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের ওই তরুণেরা তো আছেন।

তারা কোনো বিনিময় ছাড়া একজন শারীরিক প্রতিবন্ধীর যতক্ষণ মন চায়, ততক্ষণ ঘুরিয়ে নিয়ে বেড়াবেন।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) গ্রন্থ মেলায় গিয়ে লক্ষ্য করা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক মিলনায়তন (টিএসসি) কেন্দ্রের পূর্বপাশে যে মূল প্রবেশপথ রয়েছে, সেখানেই দাঁড়িয়ে আছেন কয়েকজন তরুণ। যারা হাঁটতে পারেন না, তাদের দৃষ্টি আকর্ষণের জন্যই বড় একটা ব্যানার টানিয়ে নীল রঙের টি-শার্ট পরে দাঁড়িয়ে আছেন তারা।

২০১৬ সালের গ্রন্থ মেলাতেও তারা এই সেবা দিয়েছেন। আর এবার শুক্রবারই (৩ ফেব্রুয়ারি) তাদের কার্যক্রমের প্রথম দিন।  

সংগঠনটির সাধারণ সম্পাদক মঈনুল ফয়সাল বাংলানিউজকে জানান, ঢাবি, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিক্যাল কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ নামকরা কিছু শিক্ষা প্রতিষ্ঠানের তরুণরা মিলেই SWITCH সংগঠনটি গড়ে তুলেছেন বেশ কয়েক বছর হলো। মোট ৫৫ জন স্বেচ্ছাসেবী নিয়ে এই সংগঠনটির কার্যক্রম চলছে।

‘অ্যা ইয়্যুথ প্লাটফরম ফর সোশ্যাল ডেভেলপমেন্ট’ স্লোগানটিকে সামনে রেখে তারা সমাজ উন্নয়নে নানা সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করে। মঈনুল বলেন, গত বছর বইমেলায় ১২৬ জন তাদের হুইল চেয়ারে বসে সেবা নিয়েছেন। এক্ষেত্রে সেবাগ্রহীতা যতক্ষণ ইচ্ছা মেলায় ঘুরে ঘুরে বই কিনতে পারেন।  
এক্ষেত্রে হাঁটতে অক্ষম একজন ব্যক্তিকে কেবল টিএসসি’র এই প্রান্ত পর্যন্ত আত্মীয়-স্বজনেরা কোনোভাবে আনলেই হবে। কিংবা দোয়েল চত্বরের গেটের কাছে আনলেও চলবে। আমাদের স্বেচ্ছাসেবীরাই তাদের হুইল চেয়ারে নিয়ে ঘুরে বেড়াবেন।

বাংলা একাডেমির সহযোগিতায় এবং রিজেন্টে এর স্পন্সরশিপ নিয়ে এ কার্যক্রম চালাচ্ছে SWITCH। বর্তমানে তাদের ১৬টি হুইল চেয়ার আছে। আপাতত এ নিয়েই কাজ চলছে। প্রয়োজনে এ সংখ্যা আরও বাড়ানো হবে।

এদিকে মেলায় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে তারা একটি ক্যাম্পেইনের উদ্যোগ নিচ্ছে। ‘শিগগিরই যেখানে-সেখানে ময়লা ফেলবো না’এমন শিরোনামে তারা ওই ক্যাম্পেইনটি করবেন।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৭

ইইউডি/আরআর/পিসি

**শিশুদের উপযোগী করে এলো বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।