ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

‘সেবার জন্য যে কানন তাই সেবা কানন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৭
‘সেবার জন্য যে কানন তাই সেবা কানন’ ‘সেবার জন্য যে কানন তাই সেবা কানন’/ ছবি: বাংলানিউজ

বগুড়া: সেবার জন্য যে কানন তাই সেবা কানন। সেবা কাননে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। ভূমি সংক্রান্ত কোনো কাজে জনগণ যেন ভোগান্তির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ (অতিরিক্ত সচিব) ড. নমিতা হালদার।

শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বগুড়ার শাজাহানপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা ভূমি কার্যালয়কে জনবান্ধব করতে নির্মিত সেবা কাননের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
 
তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।

কিছু কিছু বিচ্ছিন্ন সাম্প্রদায়িকতার ঘটনা থেকে মুক্তি পেতে হলে দেশ থেকে জঙ্গিবাদ দমন করতে হবে। জঙ্গিবাদ দমনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক (ডিসি) মো. আশরাফ উদ্দিন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম জাকির হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সরকার বাদল, নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাফিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য একেএম আছাদুর রহমান দুলু, উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর আকতার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দিলীপ কুমার চৌধুরী, সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোতারব হোসেন, ইউপি চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান, অধ্যক্ষ এএইচএম শফিকুত তারিক প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৭
এমবিএইচ/আরআইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।