শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চৌগ্রাম জোড়ব্রিজ এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে এ ঘটনা ঘটে।
সাখাওয়াত আলম বকুলের বাড়ি উপজেলার বিলদহর গ্রামে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মন্ডল বাংলানিউজকে জানান, রাতে মোটরসাইকেলে ইটালি ইউনিয়নের রাতাল গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন সাখাওয়াত আলম বকুল ও মাহবুব আলম মধু। জোড়ব্রিজ এলাকায় পৌঁছালে বগুড়াগামী একটি মাল বোঝাই ট্রাক তাদের পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ সময় ট্রাকটিও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
খবর পেয়ে সিংড়া থানা ও ঝলমলিয়া হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
নাসির উদ্দিন মন্ডল আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে প্রতিমন্ত্রী তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যান এবং গভীর শোক প্রকাশ করেন। আরও শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
বাংলাদেশ সময়: ২২১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৭/০১৪৫ ঘণ্টা, ০৪ ফেব্রুয়ারি
আরবি/এসএইচ/এটি