তথ্যের সত্যতা নিশ্চিত করে বিমারবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া জানান, বনরূপা এলাকায় দুই ছিনতাইকারী অস্ত্রের মুখে জিম্মি করে এক ব্যক্তির কাছে থেকে টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় পুলিশ গুলি চালায়। ছিনতাইকারী অপু গুলিবিদ্ধ হলে পুলিশ তাকে আটক করে।
অপুর পায়ে গুলি লেগেছে। চিকিৎসার জন্য রাত ১০টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। অপুর কাছে দু’টি চাপাটি পাওয়া গেছে, জানান নূরে আজম।
বাংলাদেশ সময়: ০০৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৭
এজেডএস/এটি