ফেনী গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) আবুল কালাম আজাদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। বাংলানিউজকে তিনি বলেন, বিএনপি’র লাগাতার হরতাল কর্মসূচিতে নাশকতা চালানোর অভিযোগে তার নামে দায়ের হওয়া কয়েকটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।
এদিকে মনিকে গ্রেফতার করা প্রসঙ্গে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাটোয়ারী বলেন, এটি রাজনৈতিক হয়রানির অংশ। নিন্দা জানিয়ে মনির বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি করেন তিনি।
বাংলাদেশ সময়: ০৩০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৭
এটি