ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে যুবদল নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৭
ফেনীতে যুবদল নেতা গ্রেফতার

ফেনী: ফেনী সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তারেক ইকবাল মনিকে গ্রেফতার করেছে ফেনী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দিনগত রাত ১০টার দিকে শহরের মিশন হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

ফেনী গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) আবুল কালাম আজাদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। বাংলানিউজকে তিনি বলেন, বিএনপি’র লাগাতার হরতাল কর্মসূচিতে নাশকতা চালানোর অভিযোগে তার নামে দায়ের হওয়া কয়েকটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।

এদিকে মনিকে গ্রেফতার করা প্রসঙ্গে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাটোয়ারী বলেন, এটি রাজনৈতিক হয়রানির অংশ। নিন্দা জানিয়ে মনির বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি করেন তিনি।

বাংলাদেশ সময়: ০৩০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৭
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।