ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

শিমুল হত্যা মামলার আসামি নাসিরসহ  গ্রেফতার ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৭
শিমুল হত্যা মামলার আসামি নাসিরসহ  গ্রেফতার ৪

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক শিমুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি কে এম নাসিরসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে শাহজাদপুর উপজেলার ছয় আনি গ্রাম থেকে নাসিরকে গ্রেফতার করা হয়। বাকি তিনজনকে গ্রেফতার করা হয় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে।

গ্রেফতারকৃতদের মধ্যে নাসির উপজেলার ছয়আনি গ্রামের লাফা মিয়ার ছেলে এবং তিনি থানা আওয়ামী লীগের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) আবুল হাসানাত বাংলানিউজকে এসব তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।