sirajganj
শনিবার (০৪ ফেব্রুয়ারি) সকাল থেকে শাহজাদপুর পৌর এলাকার দোকান-পাট ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা হয়নি।
এছাড়া রিকশা-ভ্যান ও ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলও বন্ধ রয়েছে।
সাংবাদিক, ছাত্রলীগ নেতাকর্মী ছাড়াও স্থানীয়রা কালো ব্যাজ ধারণ করে মোড়ে মোড়ে অবস্থান করছেন। উপজেলা ছাড়াও জেলা পর্যায়ের গণমাধ্যম কর্মীরা প্রেসক্লাবের সামনে আসছেন।
এদিকে, সকাল সাড়ে ১০টায় সাংবাদিক শিমুলকে দাফন করার পর সাংবাদিক ও শাহজাদপুরবাসী বিক্ষোভ মিছিল করবে।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুজ্জামান বাংলানিউজকে জানান, অবিলম্বে আসামিদের গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনে যাবেন সাংবাদিকরা। এছাড়া শাহজাদপুরবাসী স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করছে।
বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৭
এজি/এসআই