ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে শাহজাদপুরে হরতাল চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৭
সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে শাহজাদপুরে হরতাল চলছে সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে শাহজাদপুরে হরতাল চলছে

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার প্রতিবাদে অর্ধদিবস হরতাল পালিত হচ্ছে।

sirajganj

শনিবার (০৪ ফেব্রুয়ারি) সকাল থেকে শাহজাদপুর পৌর এলাকার দোকান-পাট ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা হয়নি।

এছাড়া রিকশা-ভ্যান ও ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলও বন্ধ রয়েছে।

রাস্তায় রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছে হরতাল সমর্থনকারীরা।

সাংবাদিক, ছাত্রলীগ নেতাকর্মী ছাড়াও স্থানীয়রা কালো ব্যাজ ধারণ করে মোড়ে মোড়ে অবস্থান করছেন। উপজেলা ছাড়াও জেলা পর্যায়ের গণমাধ্যম কর্মীরা প্রেসক্লাবের সামনে আসছেন।
 
এদিকে, সকাল সাড়ে ১০টায় সাংবাদিক শিমুলকে দাফন করার পর সাংবাদিক ও শাহজাদপুরবাসী বিক্ষোভ মিছিল করবে।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুজ্জামান বাংলানিউজকে জানান, অবিলম্বে আসামিদের গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনে যাবেন সাংবাদিকরা। এছাড়া শাহজাদপুরবাসী স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করছে।

বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৭
এজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।