শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে আদিতমারী উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে টিফিন বক্স ও পানির পট বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। লোকাল গর্ভন্যান্স সাপোর্ট (এলজিএসপি-২) প্রকল্পের আওতায় এসব টিফিন বক্স ও পানির পট বিতরণ করা হয়।
মো. আলাউদ্দিন খান বলেন, সকালে সামান্য খাবার খেয়ে বিদ্যালয়ে এসে বিকেল ৪টা পর্যন্ত থাকা কোমলমতি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত কষ্টকর। তাই প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে টিফিন বক্স, পানিরপট ও পেন্সিল বক্স সরবরাহ করা হয়েছে।
অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, যদি ঘরে খাবার নাও থাকে একমুষ্ঠি চাল ভাজা হলেও টিফিন বক্সে দিয়ে দিলে ক্ষুদে শিক্ষার্থীরা দিনভর বিদ্যালয়ে লেখাপড়া করতে পারবে।
এ সময় উপস্থিত ছিলেন- আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান, এলজিএসপি-২ প্রকল্পের জেলা সমন্বয়ক কবির আনোয়ার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভার) ইয়াছিন আলী, ভাদাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রোকুনুজ্জামান রোকন, মহিষখোচা ইউপি চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরী, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি মিজানুর রহমান মিজান।
বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৭
এনটি