ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

সুরঞ্জিত সেনগুপ্তের বিদায় অপূরণীয় ক্ষতি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৭
সুরঞ্জিত সেনগুপ্তের বিদায় অপূরণীয় ক্ষতি সুরঞ্জিত সেনগুপ্ত ও হর্ষ বর্ধন শ্রিংলা (ফাইল ফটো)

ঢাকা: আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমশিনার হর্ষ বর্ধন শ্রিংলা।

রোববার (৫ ফেব্রুয়ারি) এক শোকবার্তায় হাইকমশিনার বলেন, প্রবীণ আওয়ামী লীগ নেতা ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর সুরঞ্জিত সেনগুপ্তের সঙ্গে আমার বেশ কয়েকবার দেখা হয়েছে। সবশেষ কয়েকদিন আগে সংসদপ্লাজায় স্বরসতী পূজার একটি অনুষ্ঠানে তার সঙ্গে দেখা হয়।

এক অনুষ্ঠানে পাশাপাশি বসে আছেন সুরঞ্জিত সেনগুপ্ত ও হর্ষ বর্ধন শ্রিংলা, ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম‘তিনি অত্যন্ত স্পষ্টভাষী, দৃঢ়, বিচক্ষণ, আদর্শবান নেতা ছিলেন। তার মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি এবং শূন্যতা তৈরি করবে-’ বলেন শ্রিংলা।

বার্তায় সুরঞ্জিতের শোকাহত সহধর্মিণী জয়া সেনগুপ্ত, তার বন্ধু, স্বজন ও শুভানুধ্যায়ীদের আন্তরিক সমবেদনা জানান হাইকমিশনার শ্রিংলা।

বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
এএ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।