ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় ১৬০ কেজি হরিণের মাংস, চামড়া ও মাথা জব্দ     

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৭
পাথরঘাটায় ১৬০ কেজি হরিণের মাংস, চামড়া ও মাথা জব্দ      জব্দ করা ১৬০ কেজি হরিণের মাংস, তিনটি হরিণের চামড়া

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা উপজেলায় ১৬০ কেজি হরিণের মাংস, তিনটি হরিণের চামড়া ও চারটি মাথাসহ একটি ট্রলার আটক করেছে কোস্টগার্ড। শনিবার (৪ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ঘাট সংলগ্ন বিষখালী নদী থেকে এসব জব্দ করা হয়।

কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট হাসানুর রহমান বাংলানিউজকে জানান, রাতে কোস্টগার্ড সদস্যরা বিষখালী নদীতে নিয়মিত অভিযান চালাচ্ছিল। এসময় ছোট একটি ট্রলারে থাকা তিন থেকে চারজন কোস্টগার্ডকে দেখে দ্রুত চলে যাচ্ছিল।

এতে সন্দেহ হওয়ায় কোস্টগার্ড ওই ট্রলারকে ধাওয়া করে। পরে রাত সাড়ে ৩টার দিকে বিষখালী নদীর নিশানবাড়িয়া ঘাটে ট্রলারটি নোঙর করে চোরা কারবারীরা পালিয়ে যায়। পরে ওই ট্রলারে ১৬০ কেজি হরিণের মাংস, তিনটি হরিণের চামড়া ও চারটি হরিণের মাথা পাওয়া যায়।  

হাসান আরও জানান, জব্দকৃত ট্রলার, মাংস, মাথা ও চামড়া বনবিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।  

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।