ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে বেলুন কারখানায় বিস্ফোরণে নিহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৭
যাত্রাবাড়ীতে বেলুন কারখানায় বিস্ফোরণে নিহত ২

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর শেখদী বটতলা এলাকার একটি বেলুন কারখানায় বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

রোববার (০৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত একজনের নাম দুদু (২০) এবং অপজনের নাম জানা যায়নি।

যাত্রাবাড়ীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বাংলানিউজকে জানান, বিস্ফোরণের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে নিহত ও আহতের পরিচয় জানা যায়নি।

একই থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আওয়াল বাংলানিউজকে জানান, সেমি পাকা একতলা ঘরে চার পাঁচজন একসঙ্গে বসবাস করে গ্যাস বেলুন বিক্রির কাজ করতেন। রোববার বিকট আওয়াজে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘরের এক পাশের দেয়াল ভেঙে চূর্ণ-বিচূর্ণ হয়।

নিহত দু’জনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭/আপডেট: ১৪২৫ ঘণ্টা
এজেডএস/আরআর/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।