এজন্য বিদ্যুৎ বিভাগের কাছে সংযোগের জন্য আবেদন করেন কৃষকরা। কিন্তু আবেদনে সাড়া না দেওয়ায় চলতি মৌসুমে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনর ইউনিয়নের মধ্য সুলতানপুরের প্রায় দেড়শো একর জমির ইরি ও বোরো ধান চাষাবাদের জন্য অনিশ্চিয়তার মুখে পড়েছে।
স্থানীয় কৃষক ফয়েজ উদ্দিন বাংলানিউজকে জানান, সাত থেকে আট মাস আগে বিদ্যুৎ সংযোগের জন্য প্রয়োজনীয় সব বৈধ কাগজপত্রাদি জমা দেন। এরপর নির্ধারিত টাকা ব্যাংকে জমা দিয়ে অফিসিয়াল সব ধাপ পূরণ করেও বিদ্যুৎ সংযোগ মিলছে না। বিদ্যুৎ সংযোগ না পাওয়ায় হুমকির মুখে পড়েছে ইরি-বোরো চাষ।
এ ব্যাপারে ফুলবাড়ী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আবাসিক প্রকৌশলী মাহবুবুর রহমান বাংলানিউজকে জানান, ওই এলাকায় বিদ্যুৎ সংযোগকে কেন্দ্র করে আদালতে মামলা চলছে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংযোগ দেওয়া বা এ ব্যাপারে মন্তব্য করা যাবে না।
বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
এনটি/এসএনএস