ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

অনিশ্চয়তার মুখে ফুলবাড়ীর দেড়শো একর জমির চাষাবাদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৭
অনিশ্চয়তার মুখে ফুলবাড়ীর দেড়শো একর জমির চাষাবাদ অনিশ্চয়তার মুখে ফুলবাড়ীর দেড়শো একর জমির চাষাবাদ

দিনাজপুর: আমন ধান কাটা ও বাছাই হওয়ার দুই মাস অতিক্রম হয়েছে। চারদিকে পানির সংকট, চলছে খরা মৌসুম। এ অবস্থা থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায়, ভূ-গর্ভ থেকে বৈদ্যুতিক নলকূপের মাধ্যমে জমিতে পানি সরবরাহ করে চাষাবাদ করা।

এজন্য বিদ্যুৎ বিভাগের কাছে সংযোগের জন্য আবেদন করেন কৃষকরা। কিন্তু আবেদনে সাড়া না দেওয়ায় চলতি মৌসুমে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনর ইউনিয়নের মধ্য সুলতানপুরের প্রায় দেড়শো একর জমির ইরি ও বোরো ধান চাষাবাদের জন্য অনিশ্চিয়তার মুখে পড়েছে।

 

স্থানীয় কৃষক ফয়েজ উদ্দিন বাংলানিউজকে জানান, সাত থেকে আট মাস আগে বিদ্যুৎ সংযোগের জন্য প্রয়োজনীয় সব বৈধ কাগজপত্রাদি জমা দেন। এরপর নির্ধারিত টাকা ব্যাংকে জমা দিয়ে অফিসিয়াল সব ধাপ পূরণ করেও বিদ্যুৎ সংযোগ মিলছে না। বিদ্যুৎ সংযোগ না পাওয়ায় হুমকির মুখে পড়েছে ইরি-বোরো চাষ।

অনিশ্চয়তার মুখে ফুলবাড়ীর দেড়শো একর জমির চাষাবাদ

এ ব্যাপারে ফুলবাড়ী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আবাসিক প্রকৌশলী মাহবুবুর রহমান বাংলানিউজকে জানান, ওই এলাকায় বিদ্যুৎ সংযোগকে কেন্দ্র করে আদালতে মামলা চলছে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংযোগ দেওয়া বা এ ব্যাপারে মন্তব্য করা যাবে না।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
এনটি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।