ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে পাচার হওয়া মা-শিশুকে হস্তান্তর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৭
বেনাপোলে পাচার হওয়া মা-শিশুকে হস্তান্তর বেনাপোলে পাচার হওয়া মা-শিশুকে হস্তান্তর

বেনাপোল (যশোর): ভালো কাজ দেওয়ার প্রলোভনে ভারতে পাচার হওয়া বাংলাদেশি মা ও শিশুকে এক বছর পর বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।

সোমবার (০৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে তাদের ফেরত দেওয়া হয়।  

এসময় জাস্টিজ অ্যান্ড কেয়ার নামে একটি বেসরকারি (এনজিও) সংস্থার যশোর শাখার প্রতিনিধি লাবনি সুলতানা পুলিশের কাছ থেকে তাদের বুঝে নেন।

পরে তিনি তাদের পরিবারের কাছে পৌঁছে দেবেন।

ফেরত আসা মা ও শিশু হলো, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সাথি ওরফে রেহেনা খানম (২০) ও শিশু জান্নাত (০২)।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৭
এজি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।