ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রেড ক্রিসেন্ট প্রতিষ্ঠার পর থেকেই দুস্থদের পাশে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৭
রেড ক্রিসেন্ট প্রতিষ্ঠার পর থেকেই দুস্থদের পাশে

ঢাকা: প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) বাংলাদেশের দুস্থ ও অসহায় মানুষের দুর্ভোগ কমাতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

সোমবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আয়োজিত আন্তর্জাতিক অংশীদারিত্ব সম্মেলন-২০১৭’র সমাপনী অনুষ্ঠানে তিনি একথা জানান।

তিনি বলেন, বিডিআরসিএস টর্নেডো, বন্যা, ঘূর্ণিঝড়, খরা, শৈত্যপ্রবাহ, দুর্ঘটনা, অগ্নিকাণ্ড এবং অন্য মানবসৃষ্ট সংকট ছাড়াও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে।

মাহমুদ আলী রোহিঙ্গা শরণার্থীদের যারা মায়ানমারের রাখাইন রাজ্যে দেশটির  সেনাবাহিনীর দ্বারা অত্যাচারিত হয়ে পালিয়ে এসেছে, তাদের মানবিক সহায়তা দেওয়ার জন্য সংস্থাটিকে ধন্যবাদ জানান।  

বিডিআরসিএস এর চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদারের সভাপতিত্বে সমাপনী বক্তব্য রাখেন বিডিআরসিএস- এর কোষাধ্যক্ষ তৌহিদুর রহমান।
 
দু’দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, সুইজারল্যান্ড, ডেনমার্ক, বাহরাইন, সুইডেন, মায়ানমার, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, ইরান, ইতালি ও অস্ট্রেলিয়ার প্রতিনিধিরা অংশ নেন।

এ সম্মেলনে ২০১৭-২০২০ মেয়াদের কৌশলগত পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
কেজেড/আরআইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।