সোমবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে ভূমি মন্ত্রণালয় ও ভোলা জেলা প্রশাসনের একটি দল সীমানা পিলার স্থাপন করে।
ভোলার জেলার প্রশাসক মো. সেলিম উদ্দিন বাংলানিউজকে বলেন, ভোলার মনপুরার ঢালচরের কিছু অংশের সঙ্গে নোয়াখালীর আন্তঃসীমানা নিয়ে বিরোধ ছিলো।
দুইশো বছরের পুরনো দ্বীপ মনপুরার ঢালচরের সঙ্গে স্বাধীনতার পর থেকে নোয়াখালীর সীমানা বিরোধ ছিলো। সীমানা ও জমির মালিকানা নিয়ে উভয় জেলার বাসিন্দাদের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে বহু হতাহতের ঘটনা ঘটেছে। প্রতিবছর ধানকাটার মৌসুমে চরজুড়ে উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করতো।
বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
এজি/এসএনএস