ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

জলঢাকায় হতদরিদ্রদের জন্য কর্মসংস্থান

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৭
জলঢাকায় হতদরিদ্রদের জন্য কর্মসংস্থান

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর জলঢাকায় হতদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্রকল্প উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ আলী এ কর্মসংস্থান কর্মসূচি প্রকল্প উদ্বোধন করেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন ২০১৬-১৭ অর্থ বছরের হতদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের ৪০ দিনের প্রথম পর্যায়ের কাজ উদ্বোধন করা হয়।

প্রথম পর্যায়ে উপজেলার শিমুলবাড়ী, গোলমুন্ডা, গোলনা ও খুটামারাসহ চারটি ইউনিয়নে হতদরিদ্রদের কর্মসংস্থান করা হয়।

প্রকল্প উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুল হক প্রধান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, উপ সহকারী প্রকৌশলী (ত্রাণ শাখা) হাফিজুর রহমান, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হামিদুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
এজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।