রাজনীতিতে ভালো মানুষ না আসার কারণে একের পর এক বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এজন্য পুলিশ বাহিনী বিতর্কিত হচ্ছে।
তিনি আরো বলেন, যারা বস্তুনিষ্ঠ রাজনীতি করে না তারাই ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে, কাউকে পরোয়া করে না। তারা গুলি করে শিশু হত্যা করে, সাংবাদিক হত্যা করে। এটা কোনো রাজনীতির বৈশিষ্ট্য হতে পারে না।
সোমবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে ভোলা শহরের উকিল পাড়ার শান্তনীড়ে জেলা স্বেচ্ছাসেবক পার্টির সম্মেলন হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় পার্থ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং আইন, বিচার ও সংসদ-বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেন গুপ্তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
এছাড়া মেয়রের গুলিতে নিহত সাংবাদিক শিমুলের মৃত্যুর ঘটনার তীব্র নিন্দা জানান।
সম্মেলনে আরো বক্তব্য রাখেন-জেলা বিজেপির যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম রতন, সাংগঠনিক সম্পাদক মোতাছিম বিল্লাহ, সদর উপজেলা বিজেপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন খসরু, ছাত্র সমাজের আহ্বায়ক আনোয়ার হোসেন প্রমুখ।
পরে আব্দুস সালামকে সভাপতি এবং গোলাম আরিফ চৌধুরীকে সম্পাদক করে স্বেচ্ছাসেবক পার্টির ৭১ সদস্য বিশিষ্ট পৌর কমিটি ঘোষণা করা হয়।
বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
এসআই