ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

প্রতিবন্ধীদের মূল স্রোতধারায় আনতে দেশব্যাপী জরিপ

মফিজুল সাদিক, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৭
প্রতিবন্ধীদের মূল স্রোতধারায় আনতে দেশব্যাপী জরিপ

ঢাকা: প্রতিবন্ধী ব্যক্তিরা বাস্তব পরিস্থিতির প্রেক্ষাপটে শিক্ষায় সব থেকে বেশি অবহেলার শিকার হন। তবে সরকার এ পরিস্থিতি থেকে উত্তরণের পরিকল্পনা হাতে নিয়েছে। এ জন্য প্রতিবন্ধী ও অটিস্টিক জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতধারায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে তাদের সঠিক সংখ্যা নির্ধারণে দেশব্যাপী জরিপ চালাবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো(বিবিএস)।

দুই বছরের বেশি বয়সী প্রতিবন্ধী শিশুর সামাজিক ও পারিবারিক গ্রহণযোগ্যতা, শিক্ষা, কর্মক্ষেত্রে প্রতিবন্ধীদের অংশগ্রহণে, স্বাস্থ্যখাতে সম্পৃক্ততা ও তাদের বিভিন্ন ধরণের প্রবণতা সম্পর্কে তথ্য সংগ্রহ করা হবে এই জরিপে।  

বিবিএস সূত্র থেকে জানা গেছে, বাংলাদেশ তথা বিশ্বে অটিজম একটি বড় সমস্যা।

কিন্তু বিবিএস-এর কাছে প্রতিবন্ধীদের কোনো সঠিক তথ্য নেই। এমনকি দেশে প্রতিবন্ধীদের মোট সংখ্যা কত? এই বিষয়েও কোনো তথ্য নেই। জনসংখ্যার  মতো প্রতিবন্ধীদের সংখ্যা নির্ণয়ে দেশব্যাপী জরিপ করবে বিবিএস।

‘সার্ভে অন পার্সন উইথ ডিসঅ্যাবিলিটি ২০১৭‘ প্রকল্পের আওতায় এই উদ্যোগ নেয়া হয়েছে। চলতি বছরের জন্য এ খাতে প্রায় ৫ কোটি টাকা ব্যয় করা হবে। জরিপের প্রকল্পটি সারা বছর চলমান রাখার সিদ্ধান্ত নিয়েছে বিবিএস। যেন তারা তাৎক্ষণিকভাবে প্রতিবন্ধীদের তথ্য সরবরাহ করতে পারে।
এই প্রসঙ্গে বিবিএস সচিব কে এম মোজাম্মেল হক বাংলানিউজকে বলেন, বাংলাদেশে প্রতিবন্ধীদের কতজন সেই সংখ্যা আমাদের হাতে নেই। এটা থাকা জরুরি। কারণ বর্তমান সরকার প্রতিবন্ধীদের উন্নয়নের মূল স্রোতধারায় আনার উদ্যোগ নিয়েছে। প্রতিবন্ধীদের জরিপ একটা জটিল বিষয়। তবে ব্রাহ্মণবাড়িয়ায় আমরা একটি সার্ভে করছি। সেখান থেকে কিছু আইডিয়া গ্রহণ করবো। প্রতিবন্ধীদের বিভিন্ন ধরণের ভাগ আছে যেমন, দৃষ্টি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী ও শ্রবণ প্রতিবন্ধী। সমস্ত বিষয় সন্নিবেশ করেই আমরা দেশব্যাপী প্রতিবন্ধীদের একটা সঠিক ডাটা বের করবো। তবে প্রতিবন্ধী জরিপ থেমে থাকবে না জনসংখ্যা জরিপের মতোই চলমান থাকবে।
 
বিবিএস সূত্র জানায়, প্রতিবন্ধীদের দৈনন্দিন জীবন স্বাস্থ্যসেবা, শিক্ষা ও চাকরির সমান সুযোগ-সুবিধা নিশ্চিতকরণে সারা দেশে জরিপ করা জরুরি। বাংলাদেশে হাজার হাজার মা অপুষ্টিতে ভোগেন। এর ফলে প্রজন্ম থেকে প্রজন্ম এর একটি নেতিবাচক প্রভাব থেকে যায়। অপুষ্টিতে আক্রান্ত মা প্রতিবন্ধী শিশুর জন্ম দিয়ে থাকেন। প্রতিবন্ধী জরিপের আওতায় অপুষ্টিতে আক্রান্ত মায়েরও তথ্য সংগ্রহ করা হবে।
 
বিবিএস সূত্র জানায়, প্রতিবন্ধীদের সামাজিক ও পারিবারিক গ্রহণযোগ্যতা যাচাইয়ের পাশাপাশি বিভিন্ন ধরণের প্রবণতাও নির্ধারণ করা হবে। শারীরিক ও সামাজিক প্রেক্ষাপটে অটিজমের মূল কারণ এবং বর্তমান অবস্থা নিরুপণ করাও প্রকল্পের অন্যতম উদ্দেশ্য।
 
বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
এমআইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।