ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কেশবপুরে আলমসাধু খাদে পড়ে চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৭
কেশবপুরে আলমসাধু খাদে পড়ে চালক নিহত

যশোর: যশোরের কেশবপুর উপজেলার আলতাপোল আশ্রয়ন প্রকল্প এলাকায় আলমসাধু খাদে পড়ে এর চালক আলতাফ হোসেন (৩৫) নিহত হয়েছেন।

সোমবার (০৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৮টার দিকে যশোর-সাতক্ষীরা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলতাফ হোসেন মণিরামপুর উপজেলার হাসাডাঙ্গা গ্রামের মুনছুর আলীর ছেলে।

কেশবপুর ইউনিয়ন পরিষদের আলতাপোল ওয়ার্ডের সদস্য গৌতম রায় বাংলানিউজকে জানান, সন্ধ্যায় শ্যালো ইঞ্জিন চালিত আলমসাধুতে যাত্রী নিয়ে চুকনগর থেকে চিনাঢোলার দিকে যাচ্ছিলেন আলতাফ। পথে আলতাপোল আশ্রয়ন প্রকল্পের সামনে এলে টায়ার পাংচার হয়ে আলমসাধুটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এর চালকের মৃত্যু হয়। এ সময় আহত হন আলমসাধুর চার যাত্রী। এ অবস্থায় তাদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
ইউজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।