রোববার রাতের কোনো এক সময় উপজেলার কালামৃধা ইউনিয়নের গোবিন্দ উচ্চ বিদ্যালয়ে ভাষা শহীদদের স্মৃতি রক্ষায় নির্মিত শহীদ মিনারের দুটি স্তম্ভ ভেঙে ফেলে দুর্বৃত্তরা। এই ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্বাধীনতার চেতনায় বিশ্বাসীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নওশের উজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, রোববার রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা বিদ্যালয়ের শহীদ মিনারের ৩টি স্তম্ভের ২টি গুঁড়িয়ে দেয়। এতে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
সোমবার (০৬ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
অন্যদিকে কালামৃধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহাদত হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ভাষার মাসে বিদ্যালয়ের শহীদ মিনার ভেঙে ফেলায় স্বাধীনতার চেতনায় বিশ্বাসীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। ঘটনার সঙ্গে জড়িতরা দেশ ও জাতির শত্রু। এ ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি করছি।
এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল্লাহ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
বাংলাদেশ সময়: ২২১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
আরকেবি/আরআইএস/আরআই