ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

হাজীগঞ্জে আগুনে ৪ ঘর পুড়ে ছাই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
হাজীগঞ্জে আগুনে ৪ ঘর পুড়ে ছাই মকিমাবাদ করিমের বাগান সংলগ্ন দাস বাড়িতে লাগা আগুন নেভানোর চেষ্টা

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মকিমাবাদ করিমের বাগান সংলগ্ন দাস বাড়িতে আগুন লেগে চারটি ঘর পুড়ে গেছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে দাস বাড়িতে আগুন লাগে।

খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। কিন্তু ততক্ষণে দাস বাড়ির অনিলের ঘরসহ অন্তত চারটি ঘর পুড়ে যায়।

মকিমাবাদ করিমের বাগান সংলগ্ন দাস বাড়িতে লাগা আগুন নেভানোর চেষ্টা

স্থানীয়রা জানান, জ্বলন্ত চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।  

এদিকে, ফায়ার সার্ভিস কর্মীরা বলছেন, কীভাবে আগুন লেগেছে এবং আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০7, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।