ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

পরীক্ষা কেন্দ্রে যেতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
পরীক্ষা কেন্দ্রে যেতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ঢাকা: রমিজউদ্দিন স্কুল কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছিল সাকিবুল ইসলাম(১৫)। পথে মহাখালীতে বাসের জানালা দিয়ে মাথা বের করলে ল্যাম্পপোস্টের সঙ্গে আঘাত পায় সে। গুরুতর অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে রাজধানীর মহাখালীর আমতলীতে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

সাকিবুল ইসলাম বনানী বিদ্যা নিকেতন স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী।

ইংরেজি বিষয়ের পরীক্ষা দিতে যাচ্ছিল সে।  

সাকিবুলের পরিবার রাজধানীর দক্ষিণ বাড্ডায় (হাউস নং ১১৮) বাস করে। তাদের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার হরিহর পাড়ায়। তার বাবার নাম জাহাঙ্গীর আলম।  

বনানী থানার উপপরিদর্শক (এসআই) গোলাম রব্বানী বাংলানিউজকে জানান, সকালে বিনিময় পরিবহনের একটি বাসে এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছিল সাকিবুল। এ সময় মহাখালীর আমতলীতে জানালা দিয়ে মাথা বের করলে ল্যাম্প পোস্টের সঙ্গে মাথায় আঘাত পায় সে। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে সকাল ১০টা ৪০ মিনিটে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

সাকিবুলের কাছে প্রবেশপত্র ও আইডি কার্ড পাওয়া গেছে। সে রমিজউদ্দিন স্কুল কেন্দ্রে পরীক্ষা দিতে যাচ্ছিল।

তিনি আরও জানান, দক্ষিণ বাড্ডার বাসা থেকে মা ফরিদা ইয়াসমিনের সঙ্গে পরীক্ষা দিতে যাচ্ছিল সাকিবুল। তারা দুই ভাই। বড় ভাই রাকিবুল বুয়েটে পড়াশোনা করে।  

পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান এসআই গোলাম রব্বানী।

বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
এজেডএস/পিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।