ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় বাড়িতে ডাকাতি, স্বর্ণালঙ্কার লুট

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
খুলনায় বাড়িতে ডাকাতি, স্বর্ণালঙ্কার লুট কীভাবে ডাকাতি হয়ে তা জানাচ্ছেন একজন ভুক্তভোগী/ছবি-মানজারুল ইসলাম

খুলনা: খুলনায় অবসরপ্রাপ্ত প্রকৌশলী হাবিবুল আলম চৌধুরীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদল নগদ টাকাসহ বেশ কয়েক ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।

মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) ভোরে নগরীর জাহিদুর রহমান সড়কের ৬০ নম্বর দো’তলা বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতরা মালিক হাবিবুল ও ভাডাটিয়ার রুম থেকে প্রায় ৫২ হাজার টাকা ও দুই ঘর মিলে প্রায় ৪০ ভরি স্বর্ণ লুট করে  নিয়ে গেছে বলে দাবি করছেন হাবিবুলের চাচাতো ভাই সাবেক পুলিশ কর্মকর্তা  (এসপি) শহীদুল হক।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ খবর বাংলানিউজকে নিশ্চিত করেন।

ভুক্তভোগীদের বরাত দিয়ে ওসি জানান, ১৫-১৬ জনের একটি ডাকাত দল ধারালো অস্ত্র নিয়ে রাতে ওই সড়কের দো’তলা বাড়ির নিচতলায় ভাড়াটিয়া বাচ্চুর রুমের গ্রিল কেটে ভেতরে ঢুকে। রুমের গ্রিল কেটে ভেতরে ঢুকে/ছবি-মানজারুল ইসলামএরপর ডাকাতরা রুমে থাকা সবার হাত-পা বেঁধে ফেলেন। পরে আলমারিতে থাকা নগদ ১৫ হাজার টাকাসহ পৌঁনে তিন ভরি স্বর্ণ নিয়ে হাবিবুলের রুমে গিয়ে একই কায়দায় প্রায় ১৫ হাজার টাকা, চারটি মোবাইল, ১৮ ভরির মতো স্বর্ণ লুটে নিয়ে পালিয়ে যায় ডাকাত দল।

এ ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওসি।
 
বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬
এমআরএম/এএটি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।