মৃত সাইফুলের বাড়ি উপজেলার চক পাঙ্গাসী গ্রামে। তিনি ঢাকার গ্রিনলাইফ হাসপাতালে ১৭ দিন চিকিৎসাধীন ছিলেন।
এর আগে ওই সংঘর্ষের ঘটনায় আহত মকবুল (৪০) নামে এক ব্যক্তি ২৫ জানুয়ারি একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কওশিক আহমদ জানান, ২১ জানুয়ারি সকালে উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়নের চর পাঙ্গাসী গ্রামে বিবদমান জমিতে আবাদ করাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ হয়। এতে মকবুল ও সাইফুলসহ অন্তত ২০ জন আহত হন। গুরুতর অবস্থায় আহত মকবুল ও সাইফুলকে ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৫ জানুয়ারি মকবুল ও ৭ ফেব্রুয়ারি ,সাইফুলের মৃত্যু হয়।
ওসি আরও জানান, এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি হাসানুর রহমান হাসুসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
এসআই