আটক জেলেদের বাড়ি পিরোজপুর জেলার বিভিন্ন এলাকায়।
জেলেদের তিনটি ট্রলার থেকে ১০ মণ জাটকা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
তিনটি ট্রলারসহ আটক ২৮ জেলে ও জব্দকৃত জাটকা মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনে হস্তান্তর করেছে কোস্টগার্ড।
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোহাম্মদ হোসেন বাংলানিউজকে বলেন, পাস-পারমিট ছাড়া অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ এবং জাটকা শিকার করায় ২৮ জেলেকে আটক করা হয়েছে।
জব্দকৃত জাটকাসহ ট্রলার ও জেলেদের শরণখোলা আনা হচ্ছে। আটক জেলেদের বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
এসআই